0
0
Read Time:1 Minute, 7 Second
রাজ্যে কোন কাজ নেই অতএব ফের ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন শ্রমিকরা । বুধবার অন্ডাল বিমানবন্দরে বোর্ডিংয়ের জন্য শ্রমিকদের দীর্ঘ লাইন দেখা গেল । আসানসোল, দুর্গাপুর, জামুড়িয়া থেকে দলে দলে শ্রমিক গুজরাতগামী বিমান ধরবেন বলে সাত সকালে পৌঁছে গিয়েছেন বিমানবন্দরে । লকডাউনের ফলে কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা ফিরে এসেছিলেন রাজ্যে । কিন্ত এখানে কোন কাজের সুযোগ না পেয়ে ফের গুজরাতের উদ্দেশে পাড়ি দিচ্ছেন তাঁরা । সরকারের তরফে শ্রমিকদের আশ্বাস দেওয়া হয়েছিল স্থানীয় এলাকায় কাজের ব্যবস্থা সুনিশ্চিত করা হবে । সেই নির্দেশ পাওয়ার পর প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক হলেও সেরম ফল পাওয়া যায়নি ।