তমলুকে সতীপীঠ দেবী বর্গভীমার মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ পুজো দিতে যান তিনি। পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি। পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতি সংক্রান্ত বিভিন্ন সাম্প্রদায়িক বিষয়ের পাশাপাশি তৃণমূলকে নিশানা করেন ধনকড়। তারপর তমলুকের আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যান তিনি।

তিনি বলেন, ‘‘২০২০ সাল বিশ্বের মানুষের জন্য অত্যন্ত খারাপ সময় ছিল। ২০২১ মানুষের জন্য সুখ শান্তি নিয়ে আসুক। হিংসামুক্ত জীবন কাটাক মানুষ। সমস্ত নাগরিকের মৌলিক অধিকারের সুবিধা মিলুক।’’ আসন্ন বিধানসভা নির্বাচন সম্পর্কে বলেন, ‘‘এ বছর প্রজাতান্ত্রিক ব্যবস্থার সব থেকে বড় উৎসব নির্বাচন হতে চলেছে।আমি প্রথম সেবক হিসেবে প্রার্থনা করি, পশ্চিমবঙ্গের ছবি বদলানো দরকার। নির্বাচনে রক্ত ঝরুক, হিংসা হোক, এমনটা হওয়া উচিত নয়।’’ সকল ভোটার যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সে কথাও মনে করিয়ে ধনকড় বলেন,‘‘রাজ্যপাল হিসেবে রাজনীতির সঙ্গে আমার সরাসরি কোনও সংযোগ নেই। তবে আমি চাই প্রজাতান্ত্রিক ব্যবস্থা যেন সুষ্ঠুভাবে চলে। ভারতীয় সংবিধানকে সবাই মেনে চলুক, এই প্রার্থনা করতেই আমি আজ পুজো দিতে এসেছি।’’