টিকা না নেওয়া নাগরিকদের জন্য লকডাউন ঘোষণা করলো অস্ট্রিয়া । এম ভারত নিউজ

admin

দেশ জুড়ে চলছে মহামারীর দাপট। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বিশ্বের প্রতিটি দেশেই জোড় দেওয়া হচ্ছে টিকাকরনের বিষয়ে। তবে এর মধ্যেই করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে ইউরোপের দেশগুলিতে । ইতিমধ্যেই বেশ কিছু দেশে টিকাগ্রহনকারী ব্যক্তিরাও করোনায় আক্রান্ত হয়ে গিয়েছেন।

0 0
Read Time:2 Minute, 0 Second

দেশ জুড়ে চলছে মহামারীর দাপট। করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে বিশ্বের প্রতিটি দেশেই জোড় দেওয়া হচ্ছে টিকাকরনের বিষয়ে। তবে এর মধ্যেই করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে ইউরোপের দেশগুলিতে । ইতিমধ্যেই বেশ কিছু দেশে টিকাগ্রহনকারী ব্যক্তিরাও করোনায় আক্রান্ত হয়ে গিয়েছেন। কিন্তু যারা এখনও পর্যন্ত টিকার একটি ডোজও নেননি, তারা সেই দেশের সরকারের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন। এই অবস্থায় এবার টিকা না নেওয়া নাগরিকদের জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করল অস্ট্রিয়া।

জানা গিয়েছে যে, অস্ট্রিয়ার চ্যান্সেলার অ্যালেকজান্ডার শালেনবার্গের তরফে ঘোষণা করা হয়েছে যে, যারা এখনও পর্যন্ত করোনার টিকা নেননি, তাদের জন্য দেশে লকডাউন করা হচ্ছে। বেশকিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টিকা না নেওয়া নাগরিকদের জন্য। অস্ট্রিয়ায় যারা টিকা নেননি, তারা এখন থেকে কেবল বাড়িতেই থাকবেন। তাদের রেস্টুরেন্টে বা হোটেলে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। যারা ভ্যাকসিন নেননি তারা শুধু মাত্র বাড়ির বাইরে বেরতে পারবেন ডাক্তারের কাছে যাওয়ার জন্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য। প্রসঙ্গত, সোমবার থেকেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টিকাকরণ না করা নাগরিকদের জন্য ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

এ মাসেই রাজ্যে খুলবে 'বাংলা ডেয়ারীর' আউটলেট । এম ভারত নিউজ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পিত রাজ্যের নিজস্ব 'বাংলার ডেয়ারি' ব্যবসা শুরু করতে চলেছে এ মাসের শেষ দিন, ৩০ নভেম্বর থেকে । জানা গিয়েছে যে, দুগ্ধজাত বিভিন্ন পণ্য যেমন পনির, পেঁড়া, ঘি, মাখন, ঘোল, দইয়ের সম্ভার নিয়ে নতুন এই সরকারি ডেয়ারি সংস্থা বাজারে হাজির হবে।

Subscribe US Now

error: Content Protected