দুরন্ত জয় শরৎ কমলের । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 11 Second

টোকিও অলিম্পিকে তৃতীয় দিনে আশার আলো দেখাচ্ছেন টেবিল টেনিসের বিখ্যাত খেলোয়াড় শরৎ কমল। জানা যাচ্ছে আজ এক দুরন্ত জয়ের মাধ্যমে তৃতীয় রাউন্ডে পৌছলেন তিনি। টেবিল টেনিস সিঙ্গলসে এখনও পর্যন্ত পদক জয়ের আশা বাঁচিয়ে রেখেছেন এই খেলোয়াড়। সোমবার পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পর্তুগালের টিয়াগো অ্যাপোলোনিয়ার প্রতিপক্ষ হিসেবে নামতে হয়েছিল তাঁকে। জানা যাচ্ছে আজ পর্তুগালের এই খেলোয়াড়কে তিনি হারালেন ৪-২-তে ৷ প্রথম রাউন্ডের ২-১১ ব্যবধানে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিলেন শরৎ । তারপরেই পুরানো মেজাজে ফিরে পাওয়া যায় তাঁকে। ১১-৮ এর ব্যবধানে হারান প্রতিপক্ষকে। তৃতীয় রাউন্ডে ১১-৫ হলেও ,পরবর্তী রাউন্ডে বেশ কিছুটা ঝিমিয়ে পড়েন তিনি, ৯-১১ ব্যবধানে হেরে যেতে হয় তাঁকে। তারপর পরপর দুটি রাউন্ডে ১১-৬ এবং ১১-৯ এর ব্যবধানে জেতেন তিনি।

অলিম্পিক পরিচালন কমিটির তরফ থেকে জানানো হয়েছে আজকের এই তৃতীয় রাউন্ডে গেমটি জিতে গেলে রাউন্ড ১৬ তে পৌঁছে যাবেন তিনি। রাউন্ড ষোলোর পরেই হবে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচ। শরতের এই পারফরম্যান্স দেখে বেশ কিছুটা আশার আলো দেখছেন, ভারতীয় টেবিল টেনিস তারকারা। যদিও শরতের জয় হলেও, সকাল সকাল হেরে গিয়েছেন বাংলার অন্যতম বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় সুতির্থা মুখোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখালেন রাহুল গান্ধী । এম ভারত নিউজ

কৃষি আইনের বিরুদ্ধে অভিনব প্রতিবাদ দেখালেন রাহুল গান্ধী। ট্রাক্টর চালিয়ে কৃষি আইনের প্রতিবাদ জানালেন তিনি। সংসদে চলছে বাদল অধিবেশন, আর সেই সময়ে ঝোপ বুঝে কোপ মারলেন তিনি। জানা যাচ্ছে আজ ট্রাক্টর চালিয়ে সংসদে যাবেন তিনি। যদিও এই প্রসঙ্গে তিনি বলেন, ‘তিন কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে। এই আইন কৃষক […]
national_314

Subscribe US Now

error: Content Protected