BIG BREAKING : ৪ নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ, মতভেদ দুই বিচারপতির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 21 Second

এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, নারদা মামলায় অভিযুক্ত ৪ হেভিওয়েট নেতাকে গৃহবন্দি থাকার নির্দেশ দিলেন হাইকোর্ট-এর প্রধান বিচারপতি । তাঁদের শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই এই প্রস্তাব দিচ্ছে হাইকোর্ট বলেই জানা যাচ্ছে । জামিন মঞ্জুর হলেও প্রধান বিচারপতির এই নির্দেশে সহমত নন সহ বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায় । দুই বিচারপতির মধ্যে মতভেদ থাকায় এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি । তবে, শুনানি বৃহত্তর বেঞ্চে পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে । যদিও দুই পক্ষের আইনজীবীই গৃহবন্দির প্রস্তাবের বিরোধিতায় । আজ সকাল ১১টা তেই নারদা কান্ডের শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টে। আর আজ শুনানির শুরুতেই ৪ হেভিওয়েট নেতার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হল তাঁদের। এটিকে অন্তর্বর্তীকালীন জামিনের প্রস্তাবও দেন সহ বিচারপতি । জামিন হলেও সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে এই চার হেভিওয়েটকে। মূলত কড়া নজরদারির মধ্যেই থাকতে হচ্ছে তাঁদের । এমনকি যেখানে থাকবেন সেই ঠিকানা সহ সম্পূর্ণ তথ্য জমা দিতে হবে সিবিআইয়ের কাছে। এমনকি সিবিআইয়ের তরফ থেকে এই চার হেভিওয়েট নেতার বাড়ির বাইরে পাহারা এবং নজরদারি চালানো হবে। তবে হাইকোর্টের এই প্রস্তাবে খুশি নয় কোনো পক্ষই, পাশাপাশি মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর প্রস্তাবও দেওয়া হয়েছে । আপাতত দুই বিচারপ্পতির মতানৈক্য থাকার ফলে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মামলা স্থানান্তরিত হল ঊর্ধ্বতন বেঞ্চের হাতে, শুনানি দুপুর দুটোয় । এম ভারত নিউজ

এই মুহূর্তে সবচেয়ে বড় খবর নারদা মামলা এবার হস্তান্তরিত হল বৃহত্তর বেঞ্চের হাতে। আজ শুনানি হওয়ার কথা আছে দুপুর দুটোই।ইতিমধ্যেই এই খবর সংবাদ মাধ্যমে জানিয়েছেন মদন মিত্রের আইনজীবী। শেষ শুনানি অনুসারে গৃহবন্দি থাকার রায়ে অনড় রইলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। নয়া বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত, গৃহবন্দি হয়ে থাকতে হবে […]

Subscribe US Now

error: Content Protected