ইডি হানার সম্ভাবনা? আধিকারিকদের চা খাওয়ার আহ্বান রাহুলের। এম ভারত নিউজ

admin

‘এর জেরে খুব শিঘ্রী তার বাড়িতে ইডি হানা দিতে পারে’

0 0
Read Time:3 Minute, 27 Second

”এবার ইডি আসতে পারে আমার বাড়িতে!” শুক্রবার রাত ১.৫২ নাগাদ এক্স এ একটি পোস্ট করেন রাহুল গান্ধি। ওই পোস্টে তিনি লেখেন, ‘বাজেটের প্রতিক্রিয়া ভাষণে তিনি বিজেপির তৈরি করা যে চক্রব্যুহের কথা বলেছিলেন, স্বাভাবিক কারণেই সে কথা ভাল লাগেনি অনেকের। এর জেরে খুব শিঘ্রী তার বাড়িতে ইডি হানা দিতে পারে। আর এই তথ্য তিনি ইডির অন্দর থেকেই পেয়েছেন। তবে ইডি যদি রাহুলের বাড়িতে আসে, তবে দু’হাত প্রসারিত করে তাদেরকে স্বাগত জানাবেন তিনি। আধিকারিকদের চা বিস্কুট খাওয়াবেন তিনি।’

রাহুলের এই পোস্ট নিয়ে আলোচনা চলছে রাজনৈতিক মহলে। কেন্দ্রের বাজেট পেশের পর, প্রতিক্রিয়ায় যখন লোকসভায় ভাষণ দেন রাহুল, তখন তিনি বলেন – ‘দেশের কৃষক ও যুবকদের জন্যে চক্রব্যুহ তৈরি করেছে বিজেপি সরকার।’ মহাভারত, অভিমন্যু ও তাদের বিরুদ্ধে চক্রান্তকারী সকলের কথা বলেন তিনি। আর ওই চক্রব্যুহর সঙ্গে বিজেপির বাজেটের তুলনা করে বলেন, ‘দেশের কৃষক ও যুব সম্প্রদায় আটকে পড়েছে এই চক্রব্যুহে।’ বিজেপি সরকারের চক্রব্যুহের চক্রান্তকারী হিসেবে তিনি মোদি, অমিত শাহ, মোহন ভগবত, অজিত দোভাল, গৌতম আদানি ও মুকেশ আম্বানিদের নাম নেন। পরে লোকসভার স্পিকার ওম বিড়লা শেষ চারজনের নাম সংসদের কার্যবিবরণী থেকে মুছে দেন।

রাহুলের ওই বক্তব্য হু!হু করে ভাইরাল হয়। বিশেষ করে বিজেপি বিরোধী ও রাহুল সমর্থকদের মন কাড়ে ওই বক্তব্য। কিন্তু রাহুলের মতে, ওই বক্তব্যের কারণেই অনেকে গোঁসা করেছে তার উপর। তাই ইডি আসতে পারে তার বাড়িতে। উল্লেখ্য, সেদিন যখন চক্রব্যুহের কথা বলছিলেন রাহুল তখন তিনি ইডি, সিবিআই-এর নামও নিয়েছিলেন। সোনিয়া পুত্র বলেন, ‘বিজেপি সরকার এজেন্সিগুলিকে দেদার ব্যবহার করছে।’
রাজনৈতিক মহলের মতে, রাহুলের বাড়িতে ইডি হানা দিলে তাতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ দিল্লি ও ঝাড়খণ্ডের দায়িত্বপ্রাপ্ত দুই মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে মোদি জামানায় রেকর্ড গড়েছে ইডি। কর্তব্যরত মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার ঘটনা ইতিহাস কখনও দেখেনি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মৃত্যুপুরী ওয়েনাড়ে প্রাণের খোঁজে সেনা, উদ্ধার আরও ৪! এম ভারত নিউজ

৩৪৮টি ঘর ধূলিসাৎ হয়ে গেছে। এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী...

Subscribe US Now

error: Content Protected