মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। সেই উপলক্ষ্যে তার ঠিক আগের দিন বিবেক চেতনা উৎসবের আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিন জেলা পরিষদ এবং চণ্ডীপুর ব্লক প্রশাসন ও চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।
এদিন চণ্ডীপুরের ঈশ্বরপুরের স্থানীয় হাইস্কুলে প্রাঙ্গণে বিবেক চেতনা উৎসবের সূচনা করেন চণ্ডীপুরের বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য। উপস্থিত ছিলেন চণ্ডীপুর ব্লকের বিডিও অনির্বাণ মণ্ডল, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অপর্ণা ভট্টাচার্য, ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিল মণ্ডল, উপপ্রধান সুনীল আড়ি, সমাজকর্মী স্নেহাংশু পণ্ডিত সহ বিশিষ্টজনেরা।
বিবেক চেতনা উৎসব উপলক্ষ্যে এদিন ঈশ্বরপুর হাইস্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগিতা। এদিনের অনুষ্ঠানে বর্তমান যুব সমাজকে স্বামী বিবেকানন্দের ভাবধারা ও আদর্শে অনুপ্রানিত হওয়ার আহ্বান জানান স্থানীয় বিধায়ক অমিয়কান্তি ভট্টাচার্য।