কেরলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫৮! এম ভারত নিউজ

admin

একাধিক সংস্থা এবং সেনাবাহিনী লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে

0 0
Read Time:2 Minute, 54 Second

কেরলের ওয়েনাডের মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় ব্যাপক ভূমিধস দেখা যায়। ভূমিধসে অন্তত ১৫৮ জনের মৃত্যুর হয়েছে বলে খবর। ২০০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। প্রশাসন জানিয়েছে, ১৮০ জনেরও বেশি মানুষ ধ্বংসাবশেষের নীচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক সংস্থা এবং সেনাবাহিনী লাগাতার উদ্ধারকাজ চালাচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার প্রবল বৃষ্টির জেরে ওয়েনাডে তিনটি ভূমিধ্বসের ঘটনা ঘটে। এর ফলে মুন্ডাক্কাই, চুরামালা, আত্তামালা এবং নুলপুঝা গ্রামে ক্ষয়ক্ষতি হয়েছে৷ ছালিয়ার নদীতে ভেসে গেছেন বেশ কয়েকজন। ওয়ানাডে ৪৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এদিকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দু’দিনের শোক ঘোষণা করেছেন।

প্রশাসন সূত্রে খবর – সেনাবাহিনীর ইউনিট, এনডিআরএফ, এসডিআরএফ এবং অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করেছে। উদ্ধার অভিযানের জন্য মোট ২২৫ জন সেনা সদস্যকে মোতায়েন করা হয়েছে। ভারী বৃষ্টিতে চুরামালা এবং মুন্ডক্কাই গ্রামের সংযোগকারী সেতু ভেসে যাওয়ার ফলে সেনাবাহিনীর তরফে একটি অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে এবং সেটির মাধ্যমেই প্রায় ১ হাজার জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই। অন্যদিকে কেরালা প্রশাসনের তরফে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে ওয়েনাড এবং অন্যান্য কয়েকটি জেলায় আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইদুক্কি, ত্রিশুর, পালাক্কাদ, মালাপ্পুরম, কোঝিকোড়, কান্নুর এবং কাসারগোড জেলায় ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। জেলায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফের ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিহত হামাস প্রধান ইসমাইল হানিয়া। এম ভারত নিউজ

গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে...

Subscribe US Now

error: Content Protected