আগামী কালই ঘোষণা হতে পারে পুরভোটের বিজ্ঞপ্তি । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 15 Second

কলকাতা-হাওড়া পুরভোট নিয়ে এখনও কাটেনি আইনি জট। একদিকে আদালতে পুরভোট নিয়ে চলছে মামলা। অন্যদিকে, পুরভোট ইস্যুতে প্রকাশ্যে এসেছে রাজ্যপাল ও রাজ্য নির্বাচন কমিশনের সংঘাত। এরই মধ্যে পুরভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কমিশন সূত্রের খবর, সবকিছু ঠিক থাকলে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারই প্রকাশ হতে চলেছে পুরভোটের বিজ্ঞপ্তি। আজ সারাদিন ধরে এই ব্যাপারে দফায় দফায় বৈঠকে সেরেছেন কমিশনের কর্তারা। এক দিকে আইনি জট নিয়ে আইনজীবীদের সঙ্গে চলছে বৈঠক, অন্যদিকে রাজ্য প্রশাসনের সঙ্গেও এ বিষয়ে আলোচনায় বসে কথা বলছেন তাঁরা।

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়া পুরনিগমের ভোট করতে চেয়ে রাজ্য সরকারের তরফে চিতি দেওয়া হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনকে। তারপরেই ১৯ ডিসেম্বর পুরভোটের ক্ষেত্রে সম্মতি জানিয়েছিল কমিশন। কিন্তু নিয়ম অনুযায়ী, ১৯ ডিসেম্বর ভোট করতে হলে আগামিকালই প্রকাশ করতে হবে পুরভোটের বিজ্ঞপ্তি। আদালতের মামলা চলায় এখনও পর্যন্ত সেই সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। তবে পুরভোটের আইনি জট ও বিতর্ক পুরোপুরি না কাটলেও এক্ষেত্রে কমিশন কী করবে, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। সূত্রের খবর, ইতিমধ্যেই আইনি পরামর্শ নিয়ে এগোচ্ছে কমিশন। যদিও আজ এই মামলায় পুরভোটের বিজ্ঞপ্তি নিয়ে কোনও আলোচনাই হয়নি আদালতে। এমনকি বিজ্ঞপ্তি প্রকাশ না করার আর্জিও জানানো হয়নি। কমিশনের তরফেও বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে কোনও অসুবিধার কথা জানায়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ত্রিপুরা হিংসা নিয়ে এবার সরব মমতা । এম ভারত নিউজ

বাংলায় পুরো ভোটের আগেই ত্রিপুরার বর্তমান পরিস্থিতি নিয়ে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে ,আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে আগরতলা পৌরসভার ভোট। আর তার আগেই, আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই ত্রিপুরায় বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ করতেও দেখা […]

You May Like

Subscribe US Now

error: Content Protected