‘এভাবে হাসপাতাল চলে না’, আরজিকর কাণ্ডে বিস্ফোরক আদালত। এম ভারত নিউজ

admin

বুধবার রাতের ঘটনায় রাজ্য তথা পুলিশের ভূমিকা নিয়ে…

0 0
Read Time:2 Minute, 48 Second

আরজিকর কাণ্ডে হামলার ঘটনায় পুলিশের কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের পর্যবেক্ষণ, ‘পুলিশের ইনটেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ। নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি, কীভাবে চিকিৎসকরা কাজ করতে পারবেন বলে আশা করা যায় সেখানে? সেখানে পুলিশ মার খাবে কেন? তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? যাদের নিরাপত্তা সুনিশ্চিত করা দায়িত্ব তাহলে তাঁরা নিরাপত্তা সুরক্ষিত করতে না পারলে কি করে হবে?’

আরজিকরের হামলা নিয়ে একাধিক পিটিশন দাখিল হয়েছে হাইকোর্টে। তাই আলাদা করে অতিরিক্ত লিস্ট দেওয়া হয়েছে এই মামলার জন্য। বুধবার রাতের ঘটনায় রাজ্য তথা পুলিশের ভূমিকা নিয়ে কার্যত বিরক্ত আদালত। শুনানির সময় প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, ‘আন্দোলনকারীদের নিরাপত্তা কোথায়? এইভাবে কি হাসপাতাল চালানো সম্ভব? হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিন্দনীয়।’

আদালত প্রশ্ন তুলেছে, ‘১০০ জন জমায়েত হলেও পুলিশের কাছে খবর থাকা জরুরি, তাহলে কেন সাত হাজার লোকের উপস্থিতির খবর থাকল না? পুলিশ যদি মার খায়, আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারে তাহলে কি করে হবে?’

প্রধান বিচারপতি আরও বলেন, ‘১৪ আগস্ট ঘটনা যদি অন্য কোথাও হত তাহলে কি হত?’ তীব্র তিরস্কার করে রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ”আপনি এখানে জন্মেছেন, বড় হয়েছেন আপনারও যন্ত্রণা থাকা উচিত।” পুলিশকে বর্তমান পরিস্থিতি নিয়ে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে এবং সিবিআইকেও তদন্তের অগ্রগতির গতিপ্রকৃতি নিয়ে হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়। বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলেই জানানো হয়েছে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরজিকর মামলায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী। এম ভারত নিউজ

সঙ্গে ছিলেন দলের সমস্ত মহিলা বিধায়ক, সাংসদ

Subscribe US Now

error: Content Protected