এবার রাত ১১টাতেও মিলবে মেট্রো, বাড়ছে পরিষেবার সময়সীমা। এম ভারত নিউজ

admin

মেট্রো লাইনে যুক্ত হচ্ছে নানান পরিষেবা। আর সেই তালিকায় যুক্ত হল….

0 0
Read Time:2 Minute, 47 Second

কলকাতার সাধারণ মানুষের কাছে সহজ ও অতিদ্রুত গন্তব্যে পৌঁছানোর অন্যতম মাধ্যম হিসাবে জায়গা করে নিয়েছে মেট্রো রেল। শুধু তাই নয়, ধীরে ধীরে মেট্রোর পরিষেবা বাড়ানো হচ্ছে। একদিকে যেমন তৈরি হচ্ছে নয়া রুট, অন্যদিকে চালু থাকা মেট্রো লাইনে যুক্ত হচ্ছে নানান পরিষেবা। আর সেই তালিকায় যুক্ত হল মেট্রোর নাইট সার্ভিস। সহজ কথায়, এবার আর রাত ৯টা নয়, মেট্রো মিলবে ১১টা পর্যন্ত

এ নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘লাইনে ২৪ মে থেকেই রাতে পরীক্ষামূলকভাবে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হচ্ছে। সোমবার থেকে শুক্রবার আপ ও ডাউনে এই মেট্রো পরিষেবা রাত ১১টায় যথাক্রমে কবি সুভাষ ও দমদম থেকে পাওয়া যাবে।’ তিনি আরও জানান, ‘রাতের এই মেট্রো পরিষেবা যাত্রাপথের সব স্টেশনেই থামবে। তার জন্য রাত পর্যন্ত সব স্টেশনের টিকিট কাউন্টার খোলা থাকবে। শুধু তাই নয়, এর জন্য মেট্রোর টোকেন বা স্মার্ট কার্ড বিক্রির কাজও চলবে এই পরিষেবার সময় পর্যন্ত।’

জানা গিয়েছে, মেট্রোর পরিষেবা যাতে রাত পর্যন্ত চলে সে সংক্রান্ত একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছিল, কলকাতার মতো জায়গায় রাতেও মেট্রো পরিষেবা চলা দরকার। তবে মেট্রো কর্তৃপক্ষ কি ভাবছে যা যেন চার সপ্তাহের মধ্যেই জানানো হয় এমনটাই বলেছিল আদালত। এই মাসেই এ নিয়ে আদালত নিজেদের অবস্থান জানায়। এরই মধ্যে রাত ১১ টা পর্যন্ত মেট্রোর পরীক্ষামূলক পরিষেবা শুরুর কথা জানান কর্তৃপক্ষ। মনে করা হচ্ছে, পরীক্ষা সফল হলে আগামীতে রােেতা মেট্রো চালু রাখবে রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

দেশের সেরা ১০ শহর, ৬-এ কলকাতা! এম ভারত নিউজ

শহরগুলির অর্থনীতি, মানবসম্পদ, জীবনযাত্রার মান, পরিবেশ ও প্রশাসনের গুণমান....

Subscribe US Now

error: Content Protected