স্বাধীনতা দিবসেই রাজ্যগুলিতে নারী সুরক্ষা নিশ্চিত করার আহবান মোদি। এম ভারত নিউজ

admin

এই বছরের স্বাধীনতা দিবসে প্রতি বছরের মতো উন্মাদনা নেই

0 0
Read Time:3 Minute, 32 Second

আজ ৭৮ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বছরের স্বাধীনতা দিবসে প্রতি বছরের মতো উন্মাদনা নেই। গোটা দেশ থমথমে। আজ এই দিনে প্রধানমন্ত্রী বলেন, ”মহিলাদের উপরে নির্যাতন করা হচ্ছে। সরকারের উচিত নারী নির্যাতনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিচার করা। গুরত্ব সহকারে তদন্ত হওয়া উচিত। দেশজুড়ে মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ছে। দ্রুত শাস্তি দিতে হবে অপরাধীদের।”

তিনি আরও বলেন, ”দেশ, সমাজ, রাজ্য সরকার সকলকে একযোগে কাজ করতে হবে। মহিলাদের বিরুদ্ধে হওয়া এই অপরাধের দ্রুত তদন্ত করে এই জঘন্য অপরাধ যারা করেছে তাদের যত দ্রুত সম্ভব কঠোর শাস্তি দেওয়া উচিত। আমি সমাজের উদ্দেশে এটাও বলতে চাই যে, যখন নারীদের ওপর ধর্ষণ ও নৃশংসতার ঘটনা ঘটে, তখন তা ব্যাপকভাবে আলোচিত হয়, কিন্তু যখন অপরাধীকে শাস্তি দেওয়া হয়, তখন তা খবরে দেখা যায় না, শুধু একটি কোণেই সীমাবদ্ধ থাকে খবর। যারা শাস্তি পাচ্ছেন তাদের নিয়েও ব্যাপক আলোচনা হওয়া উচিত, যাতে যারা পাপ করে, তারা বুঝতে পারে। আমি মনে করি এই ভয় তৈরি করা খুবই জরুরি।”

২০২৪ এ তৃতীয়বারের জন্য ক্ষমতায় বসেছেন নরেন্দ্র মোদি। এদিন মোদি স্বাধীনতা দিবসের সভায় বলেন, ”তৃতীয় মেয়াদে তিনগুণ গতিতে কাজ করব। আপনারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা আমি পালন করব। আমি চ্যালেঞ্জকে ভয় পাই না। আপনাদের সুন্দর ভবিষ্যত গড়ার জন্য আমরা আছি। ধর্মের ভিত্তিতে বৈষম্য থেকে মুক্তি প্রয়োজন। পরিবারতন্ত্র ও জাতপাত থেকে মুক্তি প্রয়োজন। আধুনিক সমাজে ভুল আইনের কোনও স্থান নেই। দেশকে এক দেশ এক নির্বাচনের জন্য এগিয়ে আসতে হবে। ভারতের উন্নতির জন্য এই স্বপ্ন পূরণ করতে হবে। আমি সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানাই। এদিন তিনি বাংলাদেশের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশে যা ঘটল তা অত্যন্ত উদ্বেগের বিষয়। দেশের ১৪০ কোটি মানুষ এই ঘটনায় উদ্বিগ্ন। আশা রাখি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত চায় প্রতিবেশী দেশগুলো শান্তির পথে থাকুক। আগামিদিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুধুই আমাদের শুভকামনা থাকবে। কিছু লোক দেশের অগ্রগতি দেখতে পায় না। এ ধরনের লোকদের এড়িয়ে চলতে হবে।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

আরজিকর: মুখে দাগ কেটে হামলা চালানো দুষ্কৃতীদের সন্ধানে পুলিশ। এম ভারত নিউজ

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের...

Subscribe US Now

error: Content Protected