CISF-এর প্রথম মহিলা ডিজি হলেন আইপিএস নিনা সিং। এম ভারত নিউজ

admin

এবার সেই সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে বসলেন আইপিএস নিনা সিং

0 0
Read Time:1 Minute, 45 Second

মহিলারা কোনও অংশে পিছিয়ে নেই তা আবারও প্রমাণ করলেন আইপিএস নিনা সিং। সিআইএসএফ-এর প্রথম মহিলা ডিজি হলেন নিনা সিং। ১৯৮৯ সালের ব্যাচের রাজস্থান ক্যাডারের আইপিএস অফিসার নিনা। দীর্ঘদিন ধরে সিআইএসএফ-এর স্পেশাল ডিজি পদে নিযুক্ত ছিলেন নিনা সিং। শুধু তাই নয়, সিবিআই-এর গুরুত্বপুর্ণ পদেও ছিলেন তিনি। অত্যন্ত মেধাবী নিনা সিং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেছেন। পড়াশোনা ও গবেষণার দিকেও ঝোঁক রয়েছে তাঁর।

জানা গেছে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আর এসথার ডুফলোর সঙ্গে দু’টি গবেষণাপত্র প্রকাশও করেছেন নিনা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ’বার সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে নিয়ে আসা হয়েছে তাঁকে। দিল্লি মেট্রো থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে সব বিমানবন্দরের নিরাপত্তা সুনিশ্চিত করার গুরু দায়িত্ব থাকে সিআইএসএফ-এর উপর। এবার সেই সিআইএসএফ-এর সর্বোচ্চ পদে বসলেন আইপিএস নিনা সিং। শীনা বোরা হত্যা মামলা, জিয়া খান আত্মহত্যা মামলার মতো হাই প্রোফাইল তদন্তের দায়িত্ব সামলেছেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

রামমন্দিরে বসবেন ‘সেরা’ রামলালা, ভোটাভুটি শুক্রবার। এম ভারত নিউজ

তবে বাকি দু’টিকেও পুরোপুরি সরানো হবে না। তাঁদের স্থান হবে মন্দিরের অন্য অংশে

You May Like

Subscribe US Now

error: Content Protected