পরের বছর বিয়ে হওয়ার কথা ছিল মেয়ের, সব শেষ হয়ে গেল: মন্তব্য মৌমিতার বাবার। এম ভারত নিউজ

admin

চিকিৎসকদের অপর আরেকটি সংগঠন ‘রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনে’র তরফে…

0 0
Read Time:3 Minute, 48 Second

পড়াশোনা’তে বরাবরই মেধাবী। ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। চান্স’ও পেয়ে গেল। সবাই বেশ খুশিই ছিল। এমবিবিএস পড়া শেষ করার পর স্নাতকোত্তরের পাঠ নিচ্ছিলেন ওই ছাত্রী। খুব বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। তার আগেই সব শেষ। আরজি কর মেডিক্যাল কলেজের জুুনিয়র ডাক্তারের মৃত্যু’তে শোকের ছায়া দেবনাথ পরিবারে। এখনও যেন মেনেই নিতে পারছে না, তাদের ফুটফুটে, হাস্যোজ্জ্বল মেয়েটা আর এই পৃথিবীতে নেই। মেয়েকে দাহ করার পর মৌমিতার বাবার বক্তব্য, ‘এক নরপিশাচের হাতে খুন হতে হল আমার মেয়েকে। বুক ভরা স্বপ্ন নিয়ে ডাক্তারি পড়তে পাঠিয়েছিলাম, জানতাম না লাশ হয়ে ফিরবে। তাহলে একবার হলেও ভাবতাম।’

প্রথম থেকেই ধর্ষণ করে খুনের অভিযোগ তোলেন মৃতার বাবা-মা। ফরেন্সিক রিপোর্টেও উঠে এসেছে সেই তথ্য। তদন্তের মাধ্যমে শুক্রবার রাতে সঞ্জয় রায় নামে এক হোমগার্ড’কে আটক করে পুলিশ। পরে শনিবার তাকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সারা দেশের প্রতিটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় নিরাপত্তা আইন লাগু করার দাবি তুলে আজ শনিবারই দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে ‘ন্যাশনাল মেডিক্যাল অর্গানাইজেশন’।

চিকিৎসকদের অপর আরেকটি সংগঠন ‘রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনে’র তরফে মহিলা চিকিৎসকদের শুধু দিনে ডিউটি দেওয়ার দাবি জানানো হয়েছে। ঘটনায় সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে।
সংশ্লিষ্ট ঘটনায় শনিবার আর জি কর চত্বরে ধন্ধুমার লেগে যায়। এই সঙ্গে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আর জি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবি জানাচ্ছেন তাঁরা। এ দিকে, রোমহর্ষক এই ঘটনার পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযুক্তের শাস্তির দাবি তোলেন। তারপর নবান্নে বসে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য , মুখ্যসচিব,রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা।

জানা যাচ্ছে, এবার থেকে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ও নার্সদের থাকার জন্য অ্যানেক্স বিল্ডিং তৈরি করবে রাজ্য সরকার। নির্মাণ কাজ শুরু করতে দ্রুত আরজি কর যাচ্ছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

'আমায় ফাঁসি দিন’, দোষ স্বীকার আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয়ের। এম ভারত নিউজ

তদন্তকারি আধিকারিকদের দাবি, ধৃত এতটুকুও অনুতপ্ত নয়

Subscribe US Now

error: Content Protected