বিধানসভার পরিবেশ অশান্ত করার চেষ্টা, ঝাড়খণ্ডে ১৮ জন বিধায়ককে বহিষ্কার। এম ভারত নিউজ

admin

আগামী ২ আগস্ট দুপুর ২ টো পর্যন্ত অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে

0 0
Read Time:2 Minute, 43 Second

বিধানসভায় হইহট্টগোল, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ। ঝাড়খণ্ডে ১৮ বিজেপি বিধায়ক’কে বরখাস্ত করলেন স্পিকার রবীন্দ্র নাথ মাহতো। আগামী ২ আগস্ট দুপুর ২ টো পর্যন্ত অভিযুক্তদের বরখাস্ত করা হয়েছে বলেই জানা গেছে। অভিযোগ, গত বুধবার রাতে বিধানসভার লবিতে শুয়ে পড়েছিলেন অভিযুক্ত বিজেপি বিধায়করা। শুধু তাই নয় শান্ত পরিবেশ’কে অশান্ত করার লাগাতার চেষ্টা চালাচ্ছিলেন তারা। যার জেরে মার্শালদের দিয়ে গেরুয়া বিধায়কদের লবি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবারও বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা।

বিরোধী সূত্রে খবর, কর্মসংস্থান সহ বেশকিছু বিষয়ে বিরোধী বিধায়কদের প্রশ্নের জবাব এড়িয়ে যান রাজ্যের মুখ্যমন্ত্রী। তারই প্রতিবাদে রাত পর্যন্ত বিক্ষোভ দেখাতে থাকেন তারা। শুয়ে পড়েন বিধানসভার লবিতে। উঠতে বললেও কর্ণপাত করেনি। পরে মার্শাল দিয়ে উঠিয়ে দেওয়া হয়। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি বিধায়করা বিধানসভায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এদিনও গেরুয়া নেতাদের প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপরই রাজ্য বিধানসভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গেরুয়া বিধায়কদের বরখাস্ত করা হয়।

অভিযোগ, ববরখাস্ত হওয়ার পরও সভা ছাড়তে রাজি হননি বিধায়করা। অধিবেশন শুরুর আগে শাসক ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। বেশকিছু নথি ছিঁড়ে ফেলতেও দেখা গিয়েছে তাঁদের। এরপরই বিরোধী বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেন মার্শালরা। মুখ্যমন্ত্রী পদত্যাগের স্লোগান দিচ্ছিল তারা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ইডি হানার সম্ভাবনা? আধিকারিকদের চা খাওয়ার আহ্বান রাহুলের। এম ভারত নিউজ

'এর জেরে খুব শিঘ্রী তার বাড়িতে ইডি হানা দিতে পারে'

Subscribe US Now

error: Content Protected