‘৫ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি,’ বৈঠক বয়কট মমতার। এম ভারত নিউজ

admin

বিরোধী জোট ‘ইন্ডি’র সাতজন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার…

0 0
Read Time:3 Minute, 0 Second

রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক থেকে রীতিমতো ক্ষিপ্ত হয়ে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “আমাকে বলতে দেওয়া হয়নি। বৈঠক বয়কট করে বেরিয়ে এসেছি। আমাকে পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। চন্দ্রবাবুকে ২০ মিনিট আর অসম-ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীদের ১৫-২০ মিনিট বলতে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাকে বলতে দেওয়া হল না। বাংলার সঙ্গে বঞ্চনা। আর কোনওদিন নীতি আয়োগের বৈঠকে আসব না। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।” মাইক বন্ধ করে দেওয়াকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তাঁকে অপমান করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই সরকারের কাছে আমি ১০০ দিনের কাজের টাকা বন্ধ সহ বিভিন্ন বঞ্চনার কথা তুলে ধরছিলাম। তখনই বন্ধ করে দেওয়া হয় মাইক।

তিনি বলেন, “বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির ছিলাম।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার সকালে রাইসিনায় নীতি আয়োগের বৈঠকে হাজির হয়েছিলেন। বিরোধী জোট ইন্ডিয়ার সাতজন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে এই বৈঠক বয়কট করেছে।

তিনি আরও বলেন, “আমি এই বৈঠকে এসেছি, তাতে আপনাদের খুশি হওয়ার কথা। তার বদলে আপনারা আপনাদের দলকে অতিরিক্ত সুযোগ তৈরি করে দিচ্ছেন। এটা শুধু বাংলাকে অপমান করাই নয়, সমস্ত আঞ্চলিক দলের পক্ষে অপমান। এটা ঠিক নয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সহযোগিতামূলক বৃহত্তর স্বার্থকে শক্তিশালী করতেই আমি এসেছিলাম। কিন্তু, ওরা বাজেটেও রাজনৈতিক পক্ষপাত করে গিয়েছে। আমার প্রশ্ন, আপনারা কেন বিরোধীদের রাজ্যগুলির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছেন?” মুখ্যমন্ত্রী বলেন, “নীতি আয়োগের কোনও আর্থিক ক্ষমতা নেই। ফলে এটা কাজ করবে কী করে? হয় নীতি আয়োগকে আর্থিক ক্ষমতা দিন অথবা পরিকল্পনা কমিশনকে ফিরিয়ে আনুন।”

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মণিপুর সহ ৯ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ রাষ্ট্রপতি মুর্মুর। এম ভারত নিউজ

সিকিমের বর্তমান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যকে অসমের রাজ্যপাল করা হয়েছে

You May Like

Subscribe US Now

error: Content Protected