ব্রাজিলে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, নিহত ৬১! এম ভারত নিউজ

admin

জানা গেছে, ৫৭ জন যাত্রী সহ ৪ জন ক্রু মেম্বার ছিলেন ওই বিমানে

0 0
Read Time:2 Minute, 16 Second

ভয়াবহ বিমান দুর্ঘটনা ব্রাজিলের সাও পাওলোয়! শহরের মাঝামাঝি জায়গায় হাইওয়েতে আছড়ে পড়ে একটি যাত্রীবাহী বিমান। বিমানে মোট ৬১ জন ছিলেন, যাদের মধ্যে ৫৭ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার। তাঁদের প্রত্যেকেই প্রাণ হারান বলেই খবর। তবে এখনও পর্যন্ত কি কারণে এই দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি।

সূত্রের খবর, শুক্রবার দক্ষিণ ব্রাজিলের পারানার ক্যাসকাভেল শহর থেকে সাও পাওলোর দিকে যাচ্ছিল ভয়েপাস সংস্থার এই বিমানটি। ভিনহেদো শহরের একটি হাইওয়ের কাছে সেটি আছড়ে পড়ে। ব্যস্ত সকালের শহরে হঠাৎই দেলহা যায় – একটি বিমান পাক খেতে খেতে দুরন্ত গতিতে এসে রাস্তায় আছড়ে পড়ে। সঙ্গে – সঙ্গেই বিমানে আগুন লেগে যায় আর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় সেনা, দমকলবাহিনী ও স্থানীয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। এর পর মৃত অবস্থায় সকলকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ওই এলাকার কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এলাকাবাসীর মধ্যে হতাহতের কোনও খবর নেই। দুর্ঘটনার পর ভয়েপাস বিমান সংস্থাটি জানায়, সাও পাওলোর গুয়ারুলহোস আন্তর্জাতিক বিমানবন্দরে নামার আগেই বিমানটি আছড়ে পড়ে। বিমানে থাকা কেউই প্রাণে বাঁচেননি। তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট সিলভা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

গাজার স্কুলে ইসরাইলি রকেট হামলা, নিহত শতাধিক! এম ভারত নিউজ

এদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করে, তাদের বিমান বাহিনী কমান্ড অ্যান্ড....

Subscribe US Now

error: Content Protected