সাংসদ পদ খারিজের পর প্রথম সাংবাদিক বৈঠকে কি বললেন রাহুল? এম ভারত নিউজ

Mbharatuser

এদিন রাহুলের সংযোজন “আমি জানি না আদানি কোথা থেকে এসে জুটলেন।”

0 0
Read Time:3 Minute, 23 Second

সাংসদ পদ খারিজের পর প্রথম সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আর সেখানেই ফের একবার প্রধানমন্ত্রী আদানি সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেন রাহুল। মোদী-আদানি সম্পর্ক নিয়ে সংসদে প্রশ্ন তোলাতেই নিশানা করা হয়েছে তাঁকে। সাংবাদিক বৈঠকে দাবি রাহুলের। সাংবাদিক বৈঠকে রাহুল বলেন, “মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাঁর বিমানে সফরসঙ্গী আদানির ছবি নিয়ে আমি প্রশ্ন তুলেছিলাম। এর পর দেশের বিভিন্ন বিমানবন্দরের নিয়ম বহির্ভূত ভাবে আদানিকে দিয়ে দেওয়া হয়েছিল। মোদীর সঙ্গে আদানির সম্পর্ক বহু দিনের পুরনো। “

এদিন রাহুলের সংযোজন “আমি জানি না আদানি কোথা থেকে এসে জুটলেন।” মোদীর রাজ্যের আদালতের রায়কে হাতিয়ার করে তাঁর সাংসদ পদ খারিজ করা হলেও দেশের স্বার্থে তিনি লড়াই চালিয়ে যাবেন জানিয়েছেন। রাহুল বলেন, “আমি ভয় পাই না। ওরা এত দিনেও সেটা বুঝতে পারেনি।” রাহুলের দাবি, “সংসদে আমার পরবর্তী বক্তৃতা নিয়ে প্রধানমন্ত্রী ভীত ছিলেন। তাই এমন করা হল।” আদানিদের একটি প্রতিরক্ষা সংক্রান্ত সংস্থা কোন পথে রাতারাতি ২০ হাজার কোটি টাকা পেল সে প্রশ্ন তুলেছেন রাহুল।

রাহুল বলেন, “আমি সংসদে বলতে চেয়েছিলাম। কিন্তু বলতে দেওয়া হয়নি। বলতে চেয়ে প্রথম চিঠি দিয়েছি। দ্বিতীয় চিঠি দিয়েছি। স্পিকারের সঙ্গে দেখাও করেছি। কিন্তু বলার সুযোগ পাইনি।” এদিকে রাহুলের সাংসদ খারিজের প্রতিবাদে দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ শুরু করেছে কংগ্রেস। যে ওয়ানাডের সাংসদ ছিলেন রাহুল, সেখানকার কংগ্রেস কর্মীরাও বিক্ষোভ দেখায়। এদিন সাংবাদিক বৈঠকে ওয়ানাডের বাসিন্দাদের উদ্দেশে রাহুল বলেন, “ওয়ানাডের বাসিন্দাদের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক। ওদের জন্য আমি চিঠি লিখব ঠিক করেছি। তাঁদের জানাব আমি তাঁদের জন্য আমার মনে জায়গা রয়েছে।” এরাজ্যের বিভিন্ন জেলাতেও বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নবজাতকের ছবি শেয়ার করলেন মার্ক, দেখুন সেই ছবি। এম ভারত নিউজ

এর আগে বুধবার রাতে ফেসবুক ও ইনস্টাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে ছবিও শেয়ার করেন জুকারবার্গ

You May Like

Subscribe US Now

error: Content Protected