সুপ্রিম কোর্টে আরও দুই বিচারপতি নিয়োগে সায়। এম ভারত নিউজ

admin

বর্তমানে তিনি জম্মু-কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতি পদে রয়েছেন

0 0
Read Time:2 Minute, 59 Second

সুপ্রিম কোর্টে নতুন দুই বিচারপতির নিয়োগে ছাড়পত্র দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি এন কোটিশ্বর সিং এবং বিচারপতি আর মহাদেবনকে দেশের শীর্ষ আদালতে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডেলে এই নিয়োগের কথা ঘোষণা করেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের কলেজিয়াম আগেই এই দুই বিচারপতির পদোন্নতির সুপারিশ করেছিল। এই দুই নতুন বিচারপতি নিয়োগের ফলে সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৩৪। বিচারপতি এন কোটিশ্বর সিং: মণিপুরের প্রথম বিচারপতি যিনি সুপ্রিম কোর্টে দায়িত্ব পেলেন। বর্তমানে তিনি জম্মু-কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতি পদে রয়েছেন। বিচারপতি সিং মণিপুরের প্রথম অ্যাডভোকেট জেনারেল এন ইবোতোম্বি সিংয়ের ছেলে। বিচারপতি সিং দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজ এবং ক্যাম্পাস ল সেন্টারের প্রাক্তন ছাত্র। পড়াশোনা সম্পূর্ণ করে ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে প্রথম কর্মজীবন শুরু করেছিলেন। বিচারপতি হওয়ার আগে তিনি মণিপুরের অ্যাডভোকেট জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছেন। বিচারপতি হিসেবে অসমের গুয়াহাটি হাইকোর্ট এবং মণিপুর হাইকোর্টে দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি আর মহাদেবন: বর্তমানে মাদ্রাজ হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। চেন্নাইয়ে বাসিন্দা বিচারপতি মহাদেবন মাদ্রাজ ল’কলেজের প্রাক্তনী। একজন আইনজীবী হিসাবে তিনি ৯,০০০ এরও বেশি মামলা লড়েছেন। তামিলনাড়ু সরকারের অতিরিক্ত সরকারী উকিল (কর), অতিরিক্ত কেন্দ্রীয় সরকারের স্থায়ী পরামর্শদাতা এবং মাদ্রাজ হাইকোর্টে ভারত সরকারের সিনিয়র প্যানেল পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন। ২০১৩ সালে তিনি মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

২২৬০ শূন্যপদে আবেদনকারী ২৫০০০, দুর্ঘটনার পরিস্থিতি মুম্বইতে! এম ভারত নিউজ

লাগেজ, কার্গো এবং খাদ্য সরবরাহ পরিচালনা করতে প্রতিটি বিমানের...

Subscribe US Now

error: Content Protected